নিজের ঢোল নিজে পিটাই: আমার করা বাংলা কিছু এপ্লিকেশন

লোকালাইজেশন নিয়ে জড়িত বেশ অনেক দিন ধরে। অঙ্কুরের সাথে বেশ কিছুদিন জড়িত ছিলাম। কিন্তু অনুবাদ করা পোষাতো না আমাকে দিয়ে। অল্প স্বল্প কিছু স্ট্রিং অনুবাদ করেছি, কিন্তু এরচেয়ে বেশী কিছু করা হয় নাই।

অনেক আগে বাংলা ডাটাবেজ নিয়া কিছু কাজকর্ম্ম করছিলাম। নিতান্তই ছোটবেলার গল্প। সিআইএইচের কবলে পড়ে তার কিছুই আর অবশিষ্ট নেই। কিছু উল্লেখযোগ্য টুলস এখানে তুলে ধরতে চাই।

একটা বাংলা টেকস্ট থেকে ভয়েস কনভার্টার বানিয়েছিলাম। টেকস্ট বলাটা ভুল হবে, বাংলা সংখ্যা থেকে ভয়েস। একটা সংখ্যা ইনপুট দিলে আমার ভ্যাদভ্যাদে গলায় সেটা শুনতে পাবেন। তবে একই কনসেপ্ট ব্যবহার করে এটাকে বাংলা টেকস্ট থেকে কনভার্টার হিসেবেও ব্যবহার করা যাবে। এটা আমার হোম পেইজে পাবেন, প্রোগ্রামিং > সফটওয়্যার এর নীচে।

একটা ছোট্ট কনভার্টার বানিয়েছিলাম বিজয়ের টেকস্ট থেকে ইউনিকোড করার জন্য। সেটা নিয়ে একটা পোস্টও দিয়েছিলাম। ডেক্সটপ এপ্লিকেশনের শক্তি অনেক বেশী থাকে তাই এটাকে খুব সহজে এক্সটেন্ড করে কাজের জিনিস বানানো যেতে পারে। কিন্তু অনেকগুলো কনভার্টারের ধাক্কায় আমি আগ্রহ হারিয়ে ফেলি। এখন অভ্রর একটা কনভার্টার পাবলিশ করেছে। সেটাও বেশ ভালই মনে হল।

একটা প্রজেক্টে কাজের অংশ হিসেবে একটা কিবোর্ড ইনপুট আর কনভার্টার বানিয়েছি সম্প্রতি। জাভাস্ক্রিপ্ট ভিত্তিক বলে যে কারো জন্য ব্যবহার করা সহজ হবে। বিভিন্ন ফিচার যুক্ত এপ্লিকেশনটি ব্যবহার করতে ভালই হয়েছে। এটা নিয়ে আরো জানতে এব্যাপারে আমার পোস্টটি পড়ুন।

বাংলা লেখালেখি এবং প্রযুক্তিগত বিষয়ে আগ্রহ থাকা স্বত্তেও খুব বেশী কাজ করা হয়ে ওঠেনি এসব নিয়ে। তারপরও আমার দুই পয়সা আপনাদের সাথে ভাগাভাগি করলাম। কারও কাজে আসলে ভাল লাগবে।

(প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন ব্লগ ২০০৬-০৯-২০)

Labels:

ওয়েব ভিত্তিক ইউনিকোড বাংলা ইনপুট সিস্টেম


অফলাইনে ইউনিকোডে লেখালেখির জন্য ইউনিজয় আর অভ্রর কথা বোধকরি সবাই জানেন। এছাড়া নতুন কিছু কর্মাশিয়াল এপ্লিকেশন আছে যেমন বিজয় একুশে। তবু হঠাৎ করে নতুন একটা কম্পিউটারে বসলে এই সব এক্সটার্নাল প্রোগ্রাম ইনস্টল করার সম্ভব নাও হতে পারে। এসব কথা চিন্তা করে বেশ কিছু ওয়েব ভিত্তিক সলিউশন এসেছে ইউনিকোড ভিত্তিক কিবোর্ড ব্যবহারের জন্য।

১। বাংলা.অর্গের লেখো কিবোর্ড
সাজেদ চৌধুরীর করা এই কির্বোড ইনপুট সিস্টেম মনে হয় সবার আগে এসেছে অনলাইনে। কির্বোড লেআউটটা ওয়েবপেইজেই দেয়া আছে। ফোনেটিক ধরনের এই লেআউটে টাইপ করে আপনি ইমেজ হিসেবেও দেখে নিতে পারবেন আপনার আউটপুট। এস্কেপ চেপে ইংরেজীতেও টোগল করা যায়।

২। হাসিন ভাইয়ের ইউনিজয় কিবোর্ড
৩। হাসিন ভাইয়ের ফোনেটিক কিবোর্ড
এই ব্লগের বাংলা ইনপুট সিস্টেম যিনি তৈরী করেছেন সেই হাসিন ভাইয়ের করা এই দুটো কিবোর্ড। ওয়েবসাইটটিতে প্রয়োজনীয় তথ্য দেয়া আছে।

৪। বাংলা ওয়েব টুলসের বিজয়, ইউনিজয়, ফোনেটিক কিবোর্ড
এস এম মাহবুব মুর্শেদ, অর্থাৎ আমি ও অরূপ কামালের করা একটি কির্বোড লেআউট পাবেন ওয়েবসাইটটিতে। এখানে একাধিক কির্বোড একসাথে দেখতে পাবেন আপনারা। কির্বোড শর্টকাট বা মাউস টিপে আপনার কাঙ্খিত লেআউটটি এক্টিভেট করতে পারবেন। নাম লক প্রেস করে ইংরেজীতেও সহজে টোগলের ব্যবস্থা আছে। এছাড়া বিলটইন একটা কনভার্টার আছে এস্কি ভিত্তিক পুরোনো লেখা কনভার্ট করার জন্য।


(রাগিব হাসান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, উনার একটি মেইলে এই সামারী দেখে অনুপ্রানিত লেখাটি)

(প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন ব্লগ ২০০৬-১০-০৬)

Labels:

ভিস্তা এবং ফ্লাশ ড্রাইভের উথান


ভিস্তায় রেডিবুস্ট বলে একটি নতুন ফিচার আছে যেটাতে আপনার ২৫৬ মেগাবাইটের বড় কোন একটি ফ্লাশ ড্রাইভকে মেমোরীর মতো ব্যবহার করা যাবে। ফ্লাশ ড্রাইভ ঢোকানোর পর প্রথম ছবিতে দেখানো পদ্ধতিতে একে এই কাজে ব্যবহারের জন্য বাছাই করে নিন।

কি লাভ হবে তাতে?
১। বেশ সুন্দর রিড-রাইট স্পিড
২। খুব দ্রুতর্ যান্ডম এক্সেস টাইম
৩। খুব কম পাওয়ারে চলতে পারে

তাই সিস্টেমের ক্যাশ ফাইল জাতীয় জিনিস গুলো জমিয়ে রাখতে ব্যবহৃত হতে পারে এটি। অনেকে হয়ত বলবেন তাহলে হার্ডডিস্ক না কিনে একটা ত্রিশ গিগার ফ্লাশ ড্রাইভ কিনলেই হয়। কিন্তু:

১। আধুনিক হার্ড ড্রাইভের মতো স্পিডে এখনও পৌছতে পারেনি এটা
২। দাম
৩। ১০০,০০০ বার ব্যবহারের পর নষ্ট হয়ে যায়

তাই ভিস্তার সাথে ফিচারটি আপনার উপভোগ করতে পারেন।

আরো জানতে এখানে ক্লিক করুন

(প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন ব্লগ ২০০৬-১০-০৫)

ব্লগস্পটের জন্য বাংলা টেমপ্লেট

ব্লগস্পটে যারা ব্লগিং করেন তাদের ব্লগস্পট টেমপ্লেট নিয়ে নিশ্চয়ই ধারনা আছে। ব্লগস্পটের টেমপ্লেট গুলো ঠিক করে দেয় কিভাবে আপনার ব্লগ প্রদর্শিত হবে। কিন্তু সেগুলো মূলত ইংরেজী ব্লগের জন্য তৈরী। তাই অনেক ক্ষেত্রে এই টেমপ্লেটগুলো ঠিকঠাক মত কাজ করে না। আবার তারিখ, নাম এই সব ইংরেজীতে দেখায়।

আমি আমার ব্লগস্পট ব্লগের জন্য দুটো টেমপ্লেট তৈরী করেছি। মূলত মিনিমা টেমপ্লেটের উপর ভিত্তি করে প্রথমটা এবং নিউজলাইন মিনির উপর ভিত্তি করে দ্বিতীয় টেমপ্লেটটা তৈরী করা হয়েছে। ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে এটি যেকোন ব্রাউজারে ঠিক মতো বাংলা দেখায় (যদি আপনার বাংলা সার্পোট ইনস্টল করা থাকে), দিন তারিখ, জায়গা, নাম বঙ্গানুবাদ করে দেখায়। তবে নাম, এবং আপনার ঠিকানা অনুবাদ করতে হলে আপনার নাম ঠিকঠাক ভাবে বসাতে হবে টেমপ্লেটটিতে।

এটি ব্যবহার করতে হলে, উপরের লিংক থেকে ডাউনলোডের পর আপনার ব্লগার টেমপ্লেট উইন্ডোতে লগইন করে পেস্ট করুন। তবে আগের টেমপ্লেটটি ব্যাকআপ করে নিতে ভুলবেন না যেন।


বাংলা মিনিমা


বাংলা নিউজলাইন

(প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন ব্লগ ২০০৬-১-০৫)

ভিস্তা খেলো সব মেমোরী!

উইন্ডোজ ভিস্তায় মেমোরী ম্যানেজমেন্টের জন্য সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি অবলম্বন করছে। নিচের ছবি দুটি দেখুন। দুটো একই পরিস্থিতির ব্যবহারের ক্ষেত্রে দুই গিগাবাইটের র‌্যামের কম্পিউটারে ভিস্তা দেখাচ্ছে ৬ মেগাবাইট খালি জায়গা। যেখানে এক্সপি দেখাচ্ছে ১.৫ গিগা বাইট খালি জায়গা।

ভিস্তায় সুপারফেচ বলে একটি নতুন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। যেটা খুব বুদ্ধিমানের মত আপনার কোন প্রোগ্রাম চালাতে হতে পারে সেটি নির্ণয় করতে পারে। সে অনুযায়ী ভিস্তা তাকে মেমোরীতে তুলে নেয়। এতে করে হার্ডডিস্কের ব্যবহার অনেকটা কমে যায় এবং দ্রুত গতিতে কাজ করা সম্ভব হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

(প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন ব্লগ ১০/০৪/২০০৬)

ব্লগার ডট কম বেটা



বৃহত্তম ব্লগ হোস্টিং ওয়েবসাইট ব্লগার ডট কম গুগলের সাথে মিলে তৈরী করছে নেক্সট জেনারেশন ব্লগিং প্লাটফরম। তারই পরবর্তী ধাপ হিসেবে তারা এখন বর্তমান ব্লগগুলোকে ধীরে ধীরে পরিবর্তন করছে নতুন পদ্ধতির ব্লগে। নতুন ইন্টারফেস বেশ ভালো হিসেবে ইতিমধ্যেই খ্যাতি ছড়িয়ে পড়েছে।

তবে বাংলা ইউনিকোডে যারা ব্লগান তারা সাবধান। নতুন ব্লগারে সুইচ করার আগে আপনার টেমপ্লেট ব্যাকআপ করতে ভুলবেন না। নইলে আপনার টেমপ্লেট এর সমস্ত ইউনিকোড বাংলা ভেঙ্গেচুরে যাবে।

হ্যাপি ব্লগিং।

(প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন ব্লগ ১০/০৩/২০০৬)

প্রযুক্তি ব্লগ

কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে লিখতে খুব ইচ্ছে করে। কিন্তু বিষয়গুলো এতো জটিল যে তার পাঠক পাওয়া মুশকিল হবে। এসব ভেবে আর লেখা হয়ে ওঠে না।

তবু মানব মন তথ্য শেয়ার করতে চায়। তাই এই ব্লগটা খুললাম। হয়ত অনেকের বোধগম্য হবে না। তবু যদি শতকরা ৫ ভাগ মানুষের সাথেও শেয়ার করতে পারি তাহলে কম কিসে?

(প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন ব্লগ ১০/০৩/২০০৬)

আমার সর্ম্পকে

  • আমি
  • আমি থাকি
আমার প্রোফাইল

অন্যান্য ব্লগ