« নীড়পাতা

প্রযুক্তি ব্লগ

কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে লিখতে খুব ইচ্ছে করে। কিন্তু বিষয়গুলো এতো জটিল যে তার পাঠক পাওয়া মুশকিল হবে। এসব ভেবে আর লেখা হয়ে ওঠে না।

তবু মানব মন তথ্য শেয়ার করতে চায়। তাই এই ব্লগটা খুললাম। হয়ত অনেকের বোধগম্য হবে না। তবু যদি শতকরা ৫ ভাগ মানুষের সাথেও শেয়ার করতে পারি তাহলে কম কিসে?

(প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন ব্লগ ১০/০৩/২০০৬)

মাহবুব ভাই,পাঠক নাই এটা কিন্তু ঠিক না।কিন্তু পাঠকের খোরাক মেটাবার মত এরকম ব্লগ বাংলায় কিন্তু নাই ই বলতে গেলে চলে।
আপনার প্রতি অনুরোধ আরো নিয়মিত লিখুন।ভাত ছিটালে কাকের অভাব হবেনা :D

ভাই,অনেক দিন পর একটা ভালো ব্লগসাইট পাইলাম। চেষ্টা করবো ভাল কিছু শিখতে। সাহায্য করবেন আশাকরি। লেখা গুলো কি বিজয় এ লেখা? অভ্রর কি ভাল ফন্ট আছে?
fnf@ovi.com

আমার সর্ম্পকে

  • আমি
  • আমি থাকি
আমার প্রোফাইল

পুরোনো লেখা

অন্যান্য ব্লগ