ভিস্তা এবং ফ্লাশ ড্রাইভের উথান

ভিস্তায় রেডিবুস্ট বলে একটি নতুন ফিচার আছে যেটাতে আপনার ২৫৬ মেগাবাইটের বড় কোন একটি ফ্লাশ ড্রাইভকে মেমোরীর মতো ব্যবহার করা যাবে। ফ্লাশ ড্রাইভ ঢোকানোর পর প্রথম ছবিতে দেখানো পদ্ধতিতে একে এই কাজে ব্যবহারের জন্য বাছাই করে নিন।
কি লাভ হবে তাতে?
১। বেশ সুন্দর রিড-রাইট স্পিড
২। খুব দ্রুতর্ যান্ডম এক্সেস টাইম
৩। খুব কম পাওয়ারে চলতে পারে
তাই সিস্টেমের ক্যাশ ফাইল জাতীয় জিনিস গুলো জমিয়ে রাখতে ব্যবহৃত হতে পারে এটি। অনেকে হয়ত বলবেন তাহলে হার্ডডিস্ক না কিনে একটা ত্রিশ গিগার ফ্লাশ ড্রাইভ কিনলেই হয়। কিন্তু:
১। আধুনিক হার্ড ড্রাইভের মতো স্পিডে এখনও পৌছতে পারেনি এটা
২। দাম
৩। ১০০,০০০ বার ব্যবহারের পর নষ্ট হয়ে যায়
তাই ভিস্তার সাথে ফিচারটি আপনার উপভোগ করতে পারেন।
আরো জানতে এখানে ক্লিক করুন।
(প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন ব্লগ ২০০৬-১০-০৫)
মন্তব্য নেই