« নীড়পাতা | ব্লগার ডট কম বেটা » | প্রযুক্তি ব্লগ »

ভিস্তা খেলো সব মেমোরী!

উইন্ডোজ ভিস্তায় মেমোরী ম্যানেজমেন্টের জন্য সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি অবলম্বন করছে। নিচের ছবি দুটি দেখুন। দুটো একই পরিস্থিতির ব্যবহারের ক্ষেত্রে দুই গিগাবাইটের র‌্যামের কম্পিউটারে ভিস্তা দেখাচ্ছে ৬ মেগাবাইট খালি জায়গা। যেখানে এক্সপি দেখাচ্ছে ১.৫ গিগা বাইট খালি জায়গা।

ভিস্তায় সুপারফেচ বলে একটি নতুন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। যেটা খুব বুদ্ধিমানের মত আপনার কোন প্রোগ্রাম চালাতে হতে পারে সেটি নির্ণয় করতে পারে। সে অনুযায়ী ভিস্তা তাকে মেমোরীতে তুলে নেয়। এতে করে হার্ডডিস্কের ব্যবহার অনেকটা কমে যায় এবং দ্রুত গতিতে কাজ করা সম্ভব হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

(প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন ব্লগ ১০/০৪/২০০৬)

আমার সর্ম্পকে

  • আমি
  • আমি থাকি
আমার প্রোফাইল

অন্যান্য ব্লগ